২৯ মার্চ, ২০২০ ২০:১৯

বরিশাল শেবাচিমে চিকিৎসক ও নার্সদের মাঝে পিপিই সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেবাচিমে চিকিৎসক ও নার্সদের মাঝে পিপিই সরবরাহ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-নার্সসহ অন্যদের মাঝে ১ হাজার পিপিই (সুরক্ষা সরঞ্জাম) সরবরাহ করা হয়েছে। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরো পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসকদের হাতে এই  পিপিই  তুলে দেয় কর্তৃপক্ষ। এর আগে শনিবার ঢাকা থেকে এই পিপিই বরিশাল এসে পৌঁছে। 

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকিীর হোসেন জানান, এই মুহূর্তে ১ হাজার পিপিই বরাদ্দ হয়েছে। এর মধ্যে করোনা ইউনিটের জন্য ৪শ, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য ২শ, অন্য ইউনিটের নার্সদের জন্য ২শ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য ২শ পিপিই বরাদ্দ হয়েছে। হাসপাতালে কমপক্ষে ১ লাখ পিপিইর চাহিদা রয়েছে বলে জানান পরিচালক ডা. মো. বাকির হোসেন। 

এদিকে প্রাথমিকভাবে পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানান চিকিৎসকরা ও নার্সরা। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর