১ এপ্রিল, ২০২০ ১৫:৩৯

দোকান মালিক সমিতির ত্রাণ নিয়ে কাড়াকাড়ি-বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক

দোকান মালিক সমিতির ত্রাণ নিয়ে কাড়াকাড়ি-বিশৃঙ্খলা

বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও থাবা বসিয়েছে এই ভাইরাস। ফলে করোনা মোকাবিলায় সরকার আগামী ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন, দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। জনসাধারণকে ঘরে থাকতে বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাই অসহায় মানুষদের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে এগিয়ে অসে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। কিন্তু তা বিতরণের সময় বিশৃঙ্খলা ও মারামারি ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোকান মালিক সমিতির লোকজন প্রেসক্লাবে ত্রাণ বিতরণের জন্য আসার পর ত্রাণ নেওয়ার জন্য কাড়াকাড়ি এবং হুড়োহুড়ি লেগে যায়। কে কার আগে ত্রাণ নেবে শুরু হয় সে প্রতিযোগিতা। এসময় অনেকে কয়েক প্যাকেট ত্রাণ নিতে পারলেও, কেউ আবার এক প্যাকেটও পাননি। অন্যদিকে কেউ ত্রাণ পেলেও তার কাছ থেকে আবার কেড়ে নিয়ে যাচ্ছে অন্যরা।

মূলত মানুষের তুলনায় ত্রাণের অপর্যাপ্ততা এবং স্বেচ্ছাসেবীর অভাবের কারণে এমন ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর