শেরপুরে ২ হাজার কর্মহীন ও অসহায় পরিবারে খাদ্যসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) পৌর এলাকাসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে তালিকাভূক্ত অসহায় পরিবারের লোকজনদের হাতে ওইসব সামগ্রী তুলে দেন। এসময় তিনি চলমান করোনা পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতকর ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন।
অনিবার্য সমস্যা ছাড়া ঘর থেকে বের না হতে সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। সেই সাথে তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির পাশাপাশি তার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
ত্রাণ সাগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক। এই করোনা অবস্থার আলোকে আরও আর সামগ্রী বিতরণের প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ