রাজধানীর রামপুরার উলনে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন লেগেছে। আজ শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। এ সময় দেখা যায়, বিদ্যুতের তার পুড়ে নিচে পড়ে আছে। সেই তার দিয়েই বেশ কয়েকটি এলাকায় ছড়িয়েছে আগুন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরার ওয়াপদা রোডের পিজিসিবি পাওয়ার হাউসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম