বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : নজরুল ইসলাম খান
- কুয়েতে জমকালো আয়োজনে স্বাধীনতা কাপ ও সাংস্কৃতিক সন্ধ্যা
- অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ১০
- ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ
- লুটেরাদের জব্দ টাকা ব্যবস্থাপনায় আলাদা তহবিল হচ্ছে : গভর্নর
- সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের
- দুর্গাপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে শিশুর মৃত্যু
- ফ্যামিলি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিল ইতালি দূতাবাস
- শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা
- ভারতের বিপুল পরিমাণ আমের চালান বিমানবন্দর থেকেই ফেরাল যুক্তরাষ্ট্র
- সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাব প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের
- আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: ইসি মাছউদ
- লা লিগার শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়, বার্সেলোনার হোঁচট
- পুলিশ সদর দপ্তরের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের মানববন্ধন
- ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞা
- টেকনাফে পিস্তল-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
- গোবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজের স্থান
- করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবে সংসদ : ফারুক
রাজশাহীতে রেলের তেল চুরির সময় ধরা তিন জন, কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীতে রেলওয়ের ডিপো থেকে তেল চুরির সময় এক কর্মকর্তাসহ তিন জন হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজশাহী রেলস্টেশনে ট্রেনের লরি থেকে প্রায় ১১ হাজার লিটার তেল চুরি হয়ে গেছে।
তবে অভিযান পরিচালনাকারী সংস্থা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরবিআর) বলছে, বিষয়টি তারা নিশ্চিত নন। পাঁচ হাজার লিটার তেল চুরির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। কী পরিমাণ তেল চুরি হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
আটক তিনজন হলেন- যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, যে ট্যাংকার ট্রাকে তেল ঢোকানো হচ্ছিল তার হেলপার ইলিয়াস হোসেন এবং যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী। বৃহস্পতিবার দুপুরে তেল চুরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
রাজশাহী আরবিআর এর পরিদর্শক আহসান হাবিব বলেন, ডিপোতে তেল চুরি করে ট্যাংকার ট্রাকে ঢোকানো হচ্ছিল। তখন খবর পেয়ে তারা তিনজনকে আটক করেন। তিনি জানান, গত ২০ এপ্রিল ঈশ্বরদী থেকে ৩০ হাজার লিটার সরকারি তেল রাজশাহীতে নিয়ে আসা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলায় এই তেলই চুরি হচ্ছিল। চুরির সময় পাঁচ হাজার লিটার তেল তারা জব্দ করেছেন। ট্যাংকার ট্রাকটিও জব্দ করা হয়েছে। আগে কী পরিমাণ তেল চুরি হয়েছে তা তদন্তের পরই বলা যাবে। চুরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
স্থানীয় ও রেলওয়ের নিরাপত্তা কর্মী সূত্রে জানা গেছে, এর আগে বেশ কয়েক ট্রাক তেল চুরি হয়েছে। সর্বশেষ দুপুরে এক ট্রাক তেল চুরির সময় বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা ট্রাকটি ধরে ফেলেন। তবে ট্রাক চালক পালিয়ে যান। কে কে এই চুরির সঙ্গে জড়িত তা তদন্ত করছে রেল কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান জানান, তেল চুরির ঘটনায় রেলের উপ-সহকারী প্রকৌশলী আবদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার সম্পৃক্ততাও তদন্ত করে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর