রংপুরের কাউনিয়া উপজেলায় ত্রাণের ২৭০০ কেজি ত্রাণের চালসহ যুবলীগ নেতা, ইউপি সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজারের একটি চাতাল থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য যুবলীগ নেতা আশরাফুল ইসলাম কর্মহীন দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করে। এরপর কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে উপজেলা সদরের তিস্তা রেলসেতু সংলগ্ন রাজেন্দ্র বাজার এলাকায় পুস্প নামে এক চাতাল মালিকের কাছে ওই সব চাল নিয়ে যায়। সেখানে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরানোর কাজ করছিল।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য যুবলীগ নেতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। সেই সঙ্গে উদ্ধার করা হয় সরকারি ৩০ কেজি চালের বস্তায় থাকা ২ হাজার ৭৯০ কেজি চাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরকারি বস্তা পরিবর্তন করার কথা স্বীকার করে করেছে বলে জানায় পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, ইউপি সদস্য ওই চাতালে সরকারি চালের বস্তা পরিবর্তন করার সময় হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত