করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে বিভিন্ন জেলায়। ফলে মাঠে কৃষকের পাকা ধান কাটার শ্রমিক মিলছে না। এদিকে দুয়েক দিনের মধ্যেই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস দিয়ে আবহাওয়া অফিস। ফলে মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কৃষকের ধান।
এমন অবস্থায় কৃষকের পাকা ফসল ঘরে তুলতে তাদের পাশে দাঁড়িয়েছে খুলনা নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার সকালে তারা নগরীর দৌলতপুর দেয়ানা বিলে এই কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় তারা কৃষকের ধান কেটে দেবেন।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ জানান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারনে কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে সহায়তা করা হচ্ছে।
কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন মুহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মেহেদী হাসান রাসেল, আসাদুজ্জামান আসাদ, ইব্রাহিম মোড়ল, আরিফ মোড়ল, হাবিব মোড়ল, শেখ আব্দুল আহাদ, রাজা মিনা, ফরিদুল ইসলাম, জিহাদ শেখ, রহিম শেখ, রিপন মোড়ল, রেজওয়ান মোড়ল, নাজিম হোসেন ইমন, লিপু মোড়ল, আকাশ বন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন