বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রেইন্ট্রিতলা এলাকায় ট্রাক ও ভাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক খোকন হাওলাদার (৩২) নিহত হয়েছেন। এ সময় মহাসড়কের পাশে থাকা গ্যারেজ মালিক আফাং সরদার গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার বিকেলে নিহত খোকন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা। আফাং নগরীর কলাডেমা এলাকার বাসিন্দা আফতাব আলী সরদারের ছেলে। দুর্ঘটনাকবলিত এলাকায় আফাং এর রিকশার গ্যারেজ রয়েছে।
নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম বলেন, দুর্ঘটনাকবলিত এলাকায় একটি গলি থেকে মোটরসাইকেলটি মহাসড়কে ওঠে। এ সময় বিপরীতগামী ট্রাকটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চালক খোকন মহাসড়কে ছিটকে পড়ে।
এ সময় সড়কের পাশে থাকা আফাংও ওই দুর্ঘটনার আহত হন। স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। আফাং এর অবস্থা আশংকাজনক হওয়ায় স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ