কেয়ারলিট লিমিটেড'র সহোযোগিতায় ও শের-ই-বাংলা নগরের সেচ্ছাসেবী তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৫০০ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
তরুণ এই ছাত্ররা বাজার করে নিজেরাই রান্না করেণ। সীমিত অর্থের মাধ্যমে কিভাবে অধিক মানুষকে খাওয়ানো যায় তাই নিজেদের সর্বোচ্চ শ্রমটুকু দেন এই সেচ্ছাসেবী তরুণরা।
তাদের একজন মোঃ নুরুল ইসলাম সোহেল(গাজী সোহেল) জানান, তারা বন্ধুরা মিলে অনেকদিন যাবতই মানুষের সেবায় বিভিন্ন দুর্যোগে কাজ করছেন। মুখ ফুটে বলতে না পারা নিম্ন মধ্যবিত্তদের পাশে দাঁড়াচ্ছে ও গোপনে তাদের সহযোগীতা করছে। শুরুতে বন্ধুরা মিলে টাকা দিয়ে এইকাজ করলেও করোণা দুর্যোগের এই সময়ে অসংখ্য মানুষ অসহায় হয়ে পরায় তারা নিজেদের পরিচিত অনেকের কাছ থেকেই সহযোগীতা চান।
তিনি আরও জানান, দুইদিন আগে কেয়ারলিট'র পক্ষ থেকে তাদের কিছু টাকা দিলে তারা বন্ধুরা মিলে নিজেদের উদ্যোগে বাজার থেকে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও মুরগী সহ প্রয়োজনী জিনিস ক্রয় করেণ। এরপর গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় কাজ। দুপরের মধ্যে রান্না শেষ করে ৫০০ প্যাকেট করা হয়। এরপর শুরু হয় সেই খাবার সুন্দর ভাবে অসহায় ও ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ। এই সেচ্ছাসেবী তরুণরা বিভিন্ন গরিব ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাবার বিতরণের পাশাপাশি মোটরবাইকে করে রাস্তায় থাকা অনেক ছিন্নমূল মানুষ ও রিকসা চালকদের হাতে খাবার বিতরণ করে।
এই কাজে সহায়তার জন্য এগিয়ে আসেন কেয়ারলিট লিমিটেড'র ডিরেক্টর এ কে এম আজিজুল হক। সার্বিক সহযোগিতায় ছিলো মোঃ নুরুল ইসলাম সোহেল (গাজী সোহেল), কাজী আহাদ, কাজী এনামুল হক সবুজ, মোহাম্মদ আজগর মিলন, সাইফুর রহমান সোহাগ, শাহীন ইসলাম, মোঃ রমজান, তানিমসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ