বরিশাল নগরীতে অপ্রয়োজনীয় দোকান খোলা এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় বারবার সতর্ক এবং আর্থিক জরিমানা পরও স্বাস্থ্য বিধি অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় নগরীর বাজার রোডের একটি কাপড়ের দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জুমা এবং তারাবির নামাজে সরকারি স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য মসজিদে মসজিদে তদারকিসহ সংশ্লিষ্টদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পুলিশের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর র্যাব ও পুলিশের সহায়তায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই পৃথক অভিযান পরিচালনা করেন।
দুটি ভ্রাম্যমাণ জুমা এবং তারাবির নামাজে সরকারি স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য বিভিন্ন মসজিদে গিয়ে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করেন। তারাবির নামাজে দুইজন হাফেজসহ ১২ জনের অধিক মুসল্লির সমাগম না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি প্রতিদিন/হিমেল