ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস আতঙ্কে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না।
এ অবস্থায় ময়মনসিংহে অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার দিনভর নগরীর রহমতপুর এলাকার পাঁচ বর্গা চাষির ২৯৩ শতক জমির ধান কেটে দেয় মহানগর যুবলীগ ও জেলা ছাত্রলীগ।
মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমানের পক্ষ থেকে ১৫৭ ও ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের পক্ষ থেকে ১৩৬ শতক পাকা ধান কেটে দেয়া হয়। পরে কৃষকদের বাড়ির উঠানেও রেখে আসে সেসব ধান।
যুবলীগ ও ছাত্রলীগের এ দুই নেতা জানান, ‘কেন্দ্রের নির্দেশ এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা, সহ-সভাপতি আমিনুল হক শামীম এবং সিটি মেয়র ইকরামুল হক টিটুর সহযোগিতায় আমরা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত এ উদ্যোগ চলবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন