মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং করোনা এড়াতে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে বরিশাল নগরীতে ৪টিসহ জেলায় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় একটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে মোট ৫৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ, মো. সাইফুল ইসলাম, মো. আতাউর রাব্বী ও মো. নাজমুল হুদার নেতৃত্বে নগরীতে পৃথক ৪টি এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার রূম্পা ঘোষের নেতৃত্বে মুলাদীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় অতিরিক্ত মূল্যে রমজান কেন্দ্রীক পণ্য বিক্রি ও এই মুহূর্তে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরীতে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিধি অমান্য করায় নির্মাণাধীন একটি ভবন মালিকের কাছ থেকে মোট ৪৭ হাজার ৫শ’ টাকা এবং মুলাদীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন