করোনা সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরই মধ্যে সারাদেশে রমজান পালন করছেন মুসলিমরা। আজ প্রথম রমজানে দেশের কোথাও সেই আগের মতো নেই ইফতার কেনা-বেচার ধুম। পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারির বাজারে নেই বাহারি ইফতার কেনা-বেচার ব্যস্ততা।
বিকেলে সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার গলিতে গলিতে নেই বাহারি ইফতারের মেলা। অন্য বারের মতো আস্ত খাসির রোস্ট, আস্ত মুরগির ফ্রাই, জালি কাবাব, সুতি কাবাব, টিকা কাবাব, শাহী কাবাব, কবুতরের রোস্ট, কোয়েলের রোস্ট, ডিম চপ, ডিম কোপ্তা, সাসলিক, ভেজিটেবল রোল, চিকেন রোল, দইবড়া, হালিম, লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, লাবাং, মাঠা, কিমা পরোটা, ছোলা, মুড়ি, ঘুগনি, সমুচা, বেগুনি, আলুর চপ, পিঁয়াজু, জিলাপিসহ নানা পদের পসরা সাজানো খাবার নেই। বিক্রেতাদের হাঁকডাক নেই, তেমনি নেই ক্রেতাদের ভিড়। এ যেন এক অচেনা চকবাজার। চারদিকে সুনসান। এমন দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বিডি প্রতিদিন/হিমেল