করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর সাভার ও আশুলিয়ার বেশ কিছু গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল থেকে শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে।
শ্রমিকদের দাবি, করোনাভাইরাসের মধ্যে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এই আশঙ্কা থেকেই তারা কারখানায় যাওয়া শুরু করেছেন। এদিকে, মালিকপক্ষের দাবি নিরাপদ নিশ্চিত করেই তারা কারখানা খুলে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ