বরিশালে করোনা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম ও বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্মা আমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ত্রাণ বিতরণ এবং করোনা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম জনপ্রতিনিধিদের সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য আহবান জানান। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা ও সচেতনা কার্যক্রম জোড়দার করার জন্য সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহনকারী একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন