যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের উদ্যোগে যশোরে চালু হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সোমবার সকাল থেকে এ সেবা কার্যক্রম শুরু হয়। ফ্রি সেবা দেয়ার জন্য ৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শাহীন চাকলাদার। নির্দিষ্ট একটি হটলাইন নম্বরে যোগাযোগের মাধ্যমে ফ্রি সেবা নিতে পারবেন যশোর জেলার রোগীরা।
এদিকে যশোরের কেশবপুর উপজেলার কর্মহীনদের মাঝে বিতরণের জন্য আজ সকালে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের কাছে ২ হাজার ৬শ’ পরিবারের জন্য খাদ্যসামগ্রী হস্তান্তর করেন শাহীন চাকলাদার। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, পিয়াজ, ছোলা ও চিড়া।
এর আগে জেলার ৮ উপজেলার সব ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ১০ হাজার পরিবারকে এবং কেশবপুর উপজেলায় আরও ৫ হাজার ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ