বরিশালে রমজানে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি ও দোকান খোলা রাখায় ১৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অযথা ৩ আরোহী নিয়ে মোটরসাইকেলে ঘোরাফেরার দায়ে এক মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মো. মারুফ দস্তগীর ও মো. আতাউর রাব্বীর পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত নগরী ও সদর উপজেলায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের ভ্রাম্যমান আদালত জেলার মুলাদীতে এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের ভ্রাম্যমাণ আদালত মেহেন্দিগঞ্জে অভিযান চালায়।
অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং স্বাস্থ্য বিধি অমান্য করে এই মুহূর্তে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় নগরীর বাজার রোড, লাইন রোড, ফজলুল হক এভিনিউ ও সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করেন পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অযথা ৩ জন নিয়ে মোটরসাইকেলে ঘোরাফেরা করার দায়ে এক মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৬টি দোকান থেকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ মুলাদী উপজেলা সদরের একটি দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বিডি প্রতিদিন/হিমেল