আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা-বাগেরহাট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণার পিতা সুশান্ত সরকার পরলোকগমন করেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে খুলনার দাকোপ লাউডোব ইউনিয়নে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় মেয়ে গ্লোরিয়া সরকার ঝর্ণা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ছেলে রিপন সরকার চাকুরীজীবি। সুশান্ত সরকারের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিবৃতি দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল