ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় অধ্যাপক প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে আইইবি'র কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোররাতে ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার আইইবি'র প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এক শোক বার্তায় বলেন, স্বাধীনতার পর দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো উন্নয়ন হয়েছে সবগুলোকেই অধ্যাপক ড. প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী যুক্ত ছিল। পদ্মাসেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল প্রধানের দায়িত্ব পালনসহ দেশের নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রকৌশলীদের উজ্জ্বল নক্ষত্র ছিলেন অধ্যাপক ড. প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। তার মৃত্যুতে আইইবি তথা প্রকৌশলী সমাজ গভীরভাবে শোকাহত। আইইবি'র কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিডি প্রতিদিন/আরাফাত