নেপালে ফিরে যাওয়ার জন্য বিক্ষোভ করছেন বাংলাদেশে আটকে পড়া নেপালি শিক্ষার্থীরা। ৫৬৪ জন নেপালি শিক্ষার্থীদের অধিকাংশ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত। নেপালে লকডাউনের কারণে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরে যেতে পারছেন না তারা।
বর্তমানে বাংলাদেশে থাকা নেপালি মেডিকেল শিক্ষার্থীদের সমস্যাগুলো সম্পর্কে তারা জানান, লকডাউনের সময় এখানে থাকা বেশি কঠিন ও বিপদজনক হয়ে পড়েছে। কিছু মেডিকেল কলেজ এবং হোস্টেল একই বিল্ডিংয়ে বা কাছাকাছি। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো বাড়ছে বলে ভাবছেন তারা।
শিক্ষার্থীরা বলছে, নিজের দেশ থেকে এত দূরে কোভিড-১৯ আক্রান্ত হলে তাদের দেখার মত কেউ নেই। তাছাড়া অনেকদিন একই রুমে অবস্থান করার কারণে মানসিকভাবেও ভেঙ্গে পড়ছে শিক্ষার্থীরা। এর সাথে যোগ হয়েছে টাকার সমস্যা। ব্যাংকের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে টাকা লেনদেনের ব্যাপারে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মহামারীর সময়ও কিছু মেডিকেল কলেজের কর্তৃপক্ষ বকেয়া হোস্টেল ফি পরিশোধের আদেশ দেওয়ায় অসুবিধায় পড়েন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন