গাজীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম রমজান আলী (৬০)। তিনি নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি গ্রামের মৃত সিরাজ ভুইয়ার ছেলে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা গেছে, রমজান আলী রবিবার সকাল ৬টার দিকে হঠাৎ উচ্চ রক্ত চাপ ও এ্যাজমাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে রমজান আলীকে মৃত ঘোষণা করেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার রত্না রায় জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল