বরিশালে রমজানে নিত্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৪টি দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এবং মো. আতাউর রাব্বীর নেতৃত্বে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাগরদী ও বাংলাবাজার এবং বান্দ রোড এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিাচলনায় সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরীর সাগরদী বাজারের একটি দোকান থেকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে বাংলাবাজারের এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরীর বান্দ রোডের দুটি মুদী দোকান থেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন মো. আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/হিমেল