বরিশালে আনসার-ভিডিপির ৩ হাজার অসহায় দুস্থ সদস্যের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কাশিপুরে আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট কার্যালয় চত্বরে শারীরিক দূরত্ব অনুসরণ করে দুস্থ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। প্রথম দিন ৩শ জন দুস্থ আনসার-ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
পর্যায়ক্রমে জেলার ১০ উপজেলায় ৩ হাজার সদস্যকে এই খাদ্য সহায়তা দেওয়া হবে।
আনসার ভিডিপি বরিশাল রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, পর্যাক্রমে বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় অসহায় দুস্থ আনসার-ভিডিপি সদস্যদের এই খাদ্য সহায়তা দেওয়া হবে। দেশের ৬৪ জেলায় মোট ১ লাখ ৪৭ হাজার ৬শ পরিবারকে ১ সপ্তাহের খাবার দিচ্ছে আনসার ভিডিপি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও মাস্ক।
বরিশালে খাদ্য বিতরণকালে রেঞ্জ কমান্ডার আশারাফুল আলম ও জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন