খুলনায় চিকিৎসক-নার্স, সংবাদকর্মী ও কৃষকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। আজ রবিবার খুলনা সার্কিট হাউসে তিনি এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
জনপ্রশাসন সচিব বলেন, জীবনের সুরক্ষা সবার আগে। করোনাভাইরাস মোকাবিলায় যারা সম্মুখে থেকে যুদ্ধ করছেন তাদের সুরক্ষা জরুরি। চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, সংবাদকর্মীরা অসীম সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সকলের নাইন্টি ফাইভ কোয়ালিটির মাস্ক পরার দরকার নেই। শুধুমাত্র চিকিৎসাকরা এটা ব্যবহার করবেন। সকলের সচেতনতা ও সতর্কতাই বেশি প্রয়োজন।
এসময় খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ