বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকালে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক ছেলের সহায়তায় বিএসএমএমইউতে যান করোনা টেস্ট শাখায়। ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বিকালে জানানো হয় ওই দিনের মতো করোনা টেস্টের নমুনা গ্রহণ শেষ। পরদিন আবার নেওয়া হবে। এ কথা শোনার কিছু সময় পর মাথা ঘুরে পড়ে যান ওই বৃদ্ধ। পরে তার ছেলের চিৎকারে অন্য মানুষ ছুটে এসে দেখেন মারা গেছেন তিনি।
আব্দুর রাজ্জাকের শরীরের করোনার উপসর্গ ছিল। তবে তিনি করোনায় মারা গেছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সোমবার তার করোনা টেষ্ট হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন