আশুলিয়ায় লে-অফের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরে জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় একটি কারখানার প্রায় তিনশ শ্রমিক।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, এপ্রিল মাস চলে গেলেও এখনো কারখানা কর্তৃপক্ষ আমাদের মার্চ মাসের পুরো বেতন পরিশোধ করেনি। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলার পরও তারা বেতন পরিশোধ না করে নানা ধরনের তালবাহানা শুরু করেছে। তাই সোমবার কারখানার সকল শ্রমিক একযোগে বিক্ষোভ শুরু করে এবং দাবি আদায়ে সড়কে অবস্থান নেয়।
বেপজার জেনারেল ম্যানেজার আব্দুর সোবাহান বলেন, শ্রমিকরা তাদের দাবি নিয়ে আমার কাছে এসেছিল আমি তাদের দাবি শুনে কারখানার মালিকের সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা কথা বলেছি।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, একটি কারখানার কিছু শ্রমিক লে-অফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থানয় নেয়। এসময় আমরা কারখানা কর্টিপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল