বগুড়ায় এবার রমজানে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার মূল্য হিসাব করে ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক আবদুর রাজ্জাক বলেন, আজ সোমবার ফিতরার এই হার জানানো হয়। ইসলামী শরিয়াহ মতে, সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যাবে। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে। বগুড়ায় সর্বনিম্ন৬৫ টাকা ধরা হলেও বাজারে দামের এদিক সেদিকের কারণে ৭০ টাকা দেয়াটা যুক্তিমত সঠিক হবে।
তিনি আরও জানান, যারা খেজুরের দাম অনুযায়ী ফিতরা দেবেন তারা ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের দাম ১ হাজার ৯৮০ টাকা, কিসমিস দিয়ে পরিশোধ করলে ১ হাজার ১৫৫ থেকে ১ হাজার ৩২০ পরিশোধ করতে বলা হয়েছে। আর পনির দিয়ে ফিতরা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের দাম হবে ২২০০ টাকা। ফিতরার টাকা পরিশোধ করতে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ