পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবিতে রংপুরে সড়ক অবরোধসহ সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকসহ নিম্নআয়ের সহস্রাধিক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা নগরীর গুরুতপূর্ণ সড়কের দু’পাশের যান চলাচল বন্ধ করে দেন।
সোমবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আসা রিকশা, ভ্যান, ঠেলা ও অটোবাইক শ্রমিকসহ সহস্রাধিক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ অংশ নেন। নগরীর সিটি বাজারের কাছ থেকে টাউন হল চত্বর সড়ক এলাকা পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের বাধার মুখে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল ব্যহত হওয়ায় সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারি করোনা মোকাবেলায় লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে আছেন। সরকারি, বেসরকারিভাবে তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে হাত গুটিয়ে বসে থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
এদিকে বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সেখানে উপস্থিত হন। পরে স্থানীয় শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। তাদের দাবি-দাওয়া শোনার পরে মেয়রের আশ্বাসে বিক্ষোভকারীরা চলে যান।
বিডি প্রতিদিন/হিমেল