করোনা সঙ্কটে দেশের জরুরি খাদ্য সেবার হেল্পলাইন ৩৩৩ ও মেসেজে পাওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আশুলিয়াতে ৬৪০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।
এছাড়া জনসমাগম করায় মোট ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১টি মামলা এবং ৭৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাকা জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে ঢাকা মহানগরীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল,মগবাজার সহ জেলার সকল উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১টি মামলা এবং ৭৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ