করোনাভাইরাস প্রদুর্ভাবের কারণে ধান কাটার শ্রমিক না পেয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন রংপুরের দর্শনা এলাকার কৃষক রহিমা বেগম। খবর পেয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফের নেতৃত্বে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দেয়া হয়।
কৃষক রহিমা বেগম তার অনুভূতি ব্যক্ত করে জানান, আমি ৩ বিঘা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এই তিন বিঘা ধান কাটা মাড়াই করতে প্রায় ১০ হাজার টাকা লাগতো। আমি পুরোটাই খরচ থেকে বেঁচে গেলাম।
তিনি দেশের এই ক্রান্তিকালে আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকে কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কন্তি মন্ডল বলেন, দেশে এখন করোনা দুর্যোগ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর নির্দেশে এসময় ধান কাটা মাড়াইয়ে কৃষকদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করেই এ কাজ করেছি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম