নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) চালু হয়েছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
এসময় তিনি ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এর আগে নারায়ণগঞ্জে ল্যাব চেয়ে দুইবার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন এমপি শামীম ওসমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুদ্দোহা সঞ্চয় বলেন, এখানে প্রতিদিন এক সেটআপে ৯০টি করে টেস্ট সম্পন্ন করা যাবে। এখন থেকে নারায়ণগঞ্জবাসীকে আমরা দ্রুত ফলাফল এখান থেকেই দিতে পারব। ল্যাবে আমিরুল হুদা নামে একজন ভাইরোলজিস্ট এসেছেন। তার সঙ্গে ২ জন টেকনিশিয়ান যোগ দিয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.গৌতম রায় বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই সুস্থ হয়েছেন। তবে সুখবর এখনও পর্যন্ত আইসোলেশনে কেউ মারা যায়নি।
তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়রাও আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। যার জন্য ডাক্তার ও নার্স সংকট দেখা দিয়েছে। তারপরও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ