রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের এক কৃষকের ধান কেটে দিল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার সারাদিন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনির নেতৃত্বে উপজেলার দুলাল রায়ের ৭৫ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দেন তারা। এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আতিকুর রহমান আতিকসহ অর্ধশত নেতাকর্মী এতে অংশ নেন।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র স্বপ্ন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। আর বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হিসেবে সদা জাগ্রত আছে সারা বাংলায়। কৃষকের সোনালী ধানের ক্ষেতের হাসি যেন মলিন না হয় তার জন্য বসে আছি আমরা রংপুর জেলা ছাত্রলীগ।
তিনি বলেন, দুলাল রায় ও তার পরিবারের সদস্যদের হাসিমুখেই আমাদের ক্লান্তি ঘুচে গেছে। প্রান্তিক মানুষের হাসি মুখ দেখার জন্যই আমাদের প্রিয় নেত্রী রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তার স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আমরাই দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবো।
বিডি প্রতিদিন/আরাফাত