সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা পালনে ঢাকা জেলা প্রশাসন মহানগরীর বিভিন্ন এলাকা মোবাইল কোর্ট পরিচালনা করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বৃহস্পতিকবার মোট ৯৮টি মামলা দায়ের করেন এবং ১ লাখ ২৮ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ২০০টি, দোহার উপজেলাতে কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৪০০টি, মধ্যবিত্ত পরিবারের মধ্যে ৮০টি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোও সার্বক্ষণিক মনিটরিং করছেন।
বিডি-প্রতিদিন/শফিক