বিনামূল্যে ৬ ধরনের সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের নিম্ন আয়ের ৬শ কৃষক। বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ওই ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে ৬ ধরনের সবজির বীজ প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও বিনামূল্যের সবজি বীজ বিতরণ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু। বিশেষ অতিথি ছিলেন দুই ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও রেহানা বেগম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ।
কৃষি বিভাগ জানায়, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সারা দেশের নিম্ন আয়ের কৃষকদের সবজি বীজ প্রনোদনা দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে নিম্ন আয়ের ৬শ’ কৃষককে বিনামূল্যে সবজি বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে লাউ বীজ, মিষ্টি কুমড়া, ঢেরস, শসা, চিচিঙ্গা, ও চাল কুমড়ার বীজ।
বিডি প্রতিদিন/আল আমীন