রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর এলাকার অসহায় মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান ও রিয়াদ মোহাম্মদ ইকবাল প্রমুখ।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ করোনা সংকটে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রাখছে। তার ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় দেশের জনগণের পাশে রয়েছে, ঢাকাসহ সারা বাংলাদেশে ছাত্রদল সাধ্যমত অসহায় দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করছে। ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অস্ট্রেলিয়া শাখার সভাপতি কায়াস মাহমুদ।
বিডি প্রতিদিন/আরাফাত