বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথামবারের মতো চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস। বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এই চিকিৎসা অনেক ব্যয় বহুল হলেও সরকারি এই হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করা যাবে ২০ হাজার টাকায়। প্রতিষ্ঠার ৫২ বছরে এই প্রথম দক্ষিণাঞ্চলের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শের-ই বাংলা মেডিকেলে কিডনি ডায়ালাইসিস শুরু হওয়ায় খুশি রোগী-চিকিৎসক সবাই।
মঙ্গলবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফলের বাহেরচরের মো. খসরু আলম সিকদার নামে এক রোগীর কিডনি ডায়ালসিসের মাধ্যমে হাসপাতালের এই নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন, সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন, নেপ্রোলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. আলী রুমি এবং রেজিস্ট্রার ডা. মানবেন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের নেপ্রোলজি বিভাগের রেজিস্টার ডা. মানবেন্দ্র দাস জানান, কিডনি রোগীদের ৬ মাসে (প্রতি সপ্তাহে ২ বার) ৪৮ বার ডায়ালসিসে প্যাকেজ প্রোগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো ২ লাখ ৪০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বিল নিয়ে থাকে। কিন্তু উন্নত মেশিনারীজ দিয়ে শের-ই বাংলা মেডিকেলে ৬ মাসের প্যাকেজ ডায়ালসিস করা যাবে মাত্র ২০ হাজার টাকায়। এতে রোগীরা অনেক উপকৃত হবেন।
নেপ্রোলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. আলী রুমি বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে ডায়ালসিসের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই ইউনিটে ৪০টি ডায়ালসিস মেশিন স্থাপন করা হবে। শের-ই বাংলা মেডিকেলে কিডনি প্রতিস্থাপন ছাড়া কিডনির অন্যান্য সকল রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার