করোনা মোকাবেলায় দেশের অসহায়দের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাবেক সদস্য এবং গ্রিন ঢাকা-ক্লিন ঢাকার আহ্বায়ক এ কে ফাইয়াজুল হক রাজু ।
শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী এ কে ফায়জুল হকের বড় ছেলে ফাইয়াজুল হক রাজু অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঢাকায় তিনি নিজ এলাকার এবং নিজ এলাকা উজিরপুর ও বানারীপাড়ার পরিচিতি ও অপরিচিত দলমত নির্বিশেষে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন ঢাকায় আটকে পড়া তার গ্রামের অসহায় মানুষের পাশে থাকবার। ইতোমধ্যে তিনি উজিরপুরের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা পৌছে দিচ্ছেন।
পর্যায়ক্রমে উজিরপুর ও বানারীপাড়ার সকল ইউনিয়নে মানবিক সহায়তা পৌছে দিবেন। উজিরপুরে এ কে ফাইয়াজুল হক রাজুর প্রতিনিধি হিসেবে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহিন আহমেদ রনির সার্বিক তত্তাবধানে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ কে ফাইয়াজুল হক রাজু নিজ উদ্যোগে অসহায় মানুষের কল্যাণে পাশে থাকবার চেষ্টা করছেন। লকডাউনের কারণে তিনি উজিরপুর ও বানারীপাড়ায় যেতে না পারলেও ঢাকা থেকেই জনগণের পাশে দাঁড়িয়েছেন।
ফাইয়াজুল হক রাজু বলেন, করোনা মহামারী মোকাবেলায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে মানবিক করে তোলার পাশাপাশি সামাজিকভাবে মানুষকে সচেতন করছেন এবং করোনা যোদ্ধাদের উৎসাহ যোগাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি মানুষ মানবিক হবে এই প্রত্যাশা আমাদের সকলের।
ফাইয়াজুল হক রাজু আরও বলেন, আমার ধমনিতে যার রক্ত বহমান, যে তার সারাজীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য চিন্তা করতেন, কাজ করতেন আমিও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন