গাজীপুর জেলা শহরের চান্দনা স্কুল এন্ড কলেজ মাঠে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। বুধবার সকাল থেকেই ওই বুথে ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একটি কাঁচের তৈরি বুথের মধ্যে থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওই নমুনা সংগ্রহ করা হচ্ছে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, এই বুথ স্থাপনের মধ্য দিয়ে সন্দেহভাজন সকল মানুষের করোনার নমুনা স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহ করা যাবে। যাতে করে আরো সহজে এবং দ্রুততম সময়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা যায় তার জন্য জেলা প্রশাসন কাজ করছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, আজ থেকে চান্দনা স্কুলের বুথে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বুথটি ওই স্কুলে স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই বুথ স্থাপন করা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সব কিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে দেড় থেকে দুইশ জনের নমুনা সংগ্রহ করা যাবে।
বিডি প্রতিদিন/আল আমীন