খুলনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির মাধ্যমে বুধবার ভার্চুয়াল কোর্টের বিচারিক কার্যক্রম শুরু হয়। তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ অনুযায়ী ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে প্রথম দিনে খুলনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪১টি মামলার জামিন শুনানি হয়। এতে ৩৫টি মামলায় ৩৫ জন আসামির জামিন মঞ্জুর হয় এবং ছয়টি মামলায় ছয় জন আসামির জামিন না মঞ্জুর হয়।
খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এসকল তথ্য জানা গেছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন বলেন, ভার্চুুয়াল আদালতের নিয়মটি খুব সহজ। কিন্তু আমরা এতে খুব একটা অভ্যস্ত না বলে কেউ কেউ একটু অসুবিধার মধ্যে পড়েছেন। তবে দুই-একদিনের মধ্যে তারা এতে অভ্যস্ত হয়ে যাবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন