জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ কষ্টের মধ্যে আছে। দিন আনে দিন খায় দুঃস্থ অসহায় মানুষের ঘরে খাবার নেই। এসব মানুষের পাশে সরকারি ত্রাণ পৌঁছে না। এসব দুঃস্থ অসহায় মানুষের পাশে দেশের যুবসমাজকে দাঁড়াতে হবে।
আজ বুধবার ঢাকা জেলা যুবদলের উদ্যোগে আড়াই হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের আগে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর সার্বিক তত্ত্বাবধানে সাভার থানা, সাভার পৌর সভা, শিমুলিয়া ইউনিয়ন, পাথালিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়নের আড়াই হাজার পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ থেকেই বোঝা যায়, দেশের মানুষের কথা কারা ভাবে। বিএনপিই দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি রেজাউল করিম পল, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, সাধারণ সম্পাদক, রেজাউল কবির জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক, মেহফুজুল আলম সাগর, বদিউল আলম সুমন, সেচ্ছাসেবক দলের আব্দুল মালেক প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত