রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
তারা হচ্ছেন, শাহাদাত (২১) ও ইয়াসিন (২০)। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বাড্ডার ডিআইটি প্রজেক্ট ১১ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন, সেখানে সেপটিক ট্যাঙ্কির সাটারিং খোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বৃষ্টিতে পানি জমে থাকায় মটরের তারের সঙ্গে আর্থিং হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই শ্রমিক শাহাদাত ও ইয়াসিন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শাহাদাতের বাড়ি নোয়াখালী জেলায় আর ইয়াসিনের বাড়ি শেরপুরে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত