যাত্রাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং জাপান বিএনপির সহযোগিতায় এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগরে আদর্শ পঞ্চায়েত ঈদগাহ মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবীর সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
এসময় রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না। অন্যান্য দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেওয়া সেসব দেশে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মহামারীর মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছে। দিন আনে দিন খায় এমন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। যতই মামলা হুমকি-ধমকি দেওয়া হোক না কেন বিএনপির নেতাকর্মীদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
নবীউল্লাহ নবী বলেন, করোনাভাইরাসে গোটা বাংলাদেশ এখন বিপর্যস্ত। লাফিয়ে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর হার। জাতির এই সংকটময় মুহূর্তে জনগণের দল হিসেবে বিএনপি বসে নেই। বিএনপি বরাবরই বিভিন্ন দুর্যোগে দেশবাসীর পাশে ছিল, এখনও আছে। আমাদের অঙ্গ সংগঠনও যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগরে জাপান বিএনপির সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছি। আগামী দিনেও আমাদের এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাসকালীন এই দুর্যোগের শুরু থেকেই রাজধানীর অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপি। রাজধানীতে যাত্রাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মহীন অসহায়দের খাদ্য সহায়তাসহ করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক