রোজা থেকে বিনা পারিশ্রমিকে ক্যান্সার আক্রান্ত ও প্রতিবন্ধীসহ তিনজন প্রান্তিক কৃষকের পাঁচ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিল রংপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সারাদিন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনির নেতৃত্বে জেলা ও গংগাচড়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই ধান কাটার কাজে অংশ নেন।
উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত ও প্রতিবন্ধী কৃষক জাহাঙ্গীর আলমের ১ বিঘা ও বড়বিল ইউনিয়নের প্রান্তিক কৃষক আবুল কাশেমের তিন, লক্ষীটারী ইউনিয়নের জলিল মিয়ার ১ বিঘা জমির ধান কেটে তারা ঘরে তুলে দেন তারা।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনি ছাড়াও রোজা থেকে বিনা পারিশ্রমিকে এই ধান কাটার কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিওন, গংগাচড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বপন, লক্ষিটারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল, মর্নেয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ, বড়বিল ইউনিয়ন ছাত্রলীগের সাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।
করোনার কারণে শ্রমিক সংকটের মধ্যে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান ক্যান্সার আক্রান্ত প্রতিবন্ধী কৃষক জাহাঙ্গীর আলম ও প্রান্তিক কৃষক আবুল কাশেম।
বিডি প্রতিদিন/আরাফাত