গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, সরকার দলীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অহেতুক সমালোচনা না করে আসুন অসহায়দের পাশে এসে দাঁড়াই। দেশের মানুষ মৃত্যুর প্রহর গুনছে। কে কখন করোনাভাইরাসে আক্রান্ত হয়, আর মারা যায়, এটা বলা মুসকিল। এখন কারো বিরুদ্ধে সমালোচনা করার সময় নয়। দলীয় নেতাকর্মীদর বিরুদ্ধে কথা বলার মানেই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা, তাই যা বলবো ভেবে চিন্তে বলবো।
আজ সকালে টঙ্গী জোন মিলনায়তনে মসজিদের ঈমাম ও খতিবদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, সহ-সভাপতি আসাদুর রহমান কিরণ, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, টঙ্গী জোনের সভাপতি কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন