জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষাক্ষেত্রে বাঙালি জাতির জন্য ছিলেন আশীর্বাদস্বরূপ। তার মতো বিদগ্ধ ও জ্ঞানী মানুষের মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। কোন কিছুর বিনিময়েই এই ক্ষতি পূরণ হবার নয়। বাঙালি জাতি তার অবদান চিরকাল স্মরণ রাখবেন।
ইঞ্জিনিয়ার ইশরাক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন