২৪ মে, ২০২০ ১১:৩৩

মন্দির-আশ্রমের উদ্যোগে ৫ শতাধিক নারীকে ঈদের শাড়ি উপহার

নিজস্ব প্রতিবেদক

মন্দির-আশ্রমের উদ্যোগে ৫ শতাধিক নারীকে ঈদের শাড়ি উপহার

শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের উদ্যোগে ৫ শতাধিক দুস্থ নারীকে ঈদের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রমনা কালী মন্দির প্রাঙ্গনে এই শাড়ি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার  হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি শ্রী উৎপল সাহা, সাধারণ সম্পাদক শ্রী সজিব বিশ্বাস, সিনিয়র সহসভাপতি শ্রী বাবুল বিশ্বাস, কোষাধ্যক্ষ পরান সাহা, সহসভাপতি প্রান কৃষ্ণ সাহা, পান্না বিশ্বাস, নিত্য পূজা সম্পাদক গোকুল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক চৈতী রানী বিশ্বাস, যুগ্ম সম্পাদক সুমন রনি, সাংবাদিক  দেবাশীষ সরকার, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী প্রমুখ।

আয়োজকরা জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা একে অপরের ভাই, বন্ধু ও স্বজন। আমাদের উৎসব পার্বনে যেমন মুসলমানগণ পাশে দাঁড়ান। তেমনি করোনায় কর্মহীন অসহায় কিছু দুস্থ নারীর মুখে হাসি ফোটানোর জন্যই ঈদের শাড়ি উপহার দিয়েছি। এই আয়োজনে নেপথ্যে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর