২৫ মে, ২০২০ ১৭:০৪

খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল, সম্পূর্ণ মুক্তি চাইলেন ফখরুল

অনলাইন ডেস্ক

খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল, সম্পূর্ণ মুক্তি চাইলেন ফখরুল

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে তার সম্পূর্ণ মুক্তির আশা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি এ মন্তব্য করেন। 

ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে দাবি করে ফখরুল বলেন, আমরা এসেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। প্রতিবছর দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়েই এখানে আমরা আসি জিয়ারত করতে। কিন্তু আপনারা জানেন, তিনি অসুস্থ। তার পক্ষে সম্ভব নয় এখানে আসা।’

‘যদিও মাত্র ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। আমরা মনে করি যে, এটা তার প্রতি সম্পূর্ণ অবিচার করা হয়েছে, ন্যায় বিচার করা হয়নি। তাকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া উচিত ছিল। বিচারেও তার জামিন পাওয়া উচিত ছিল। সেই জামিনও বর্তমান ব্যবস্থায় তিনি পাননি’,বলেও বিএনপি মহাসচিব জানান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর