বরিশালে করোনা আক্রান্তসহ শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সেবায় বিনামূল্যের অক্সিজেন ব্যাংক উদ্বোধন হয়েছে। বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যলয়ে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন সংগঠনের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।
এ সময় অক্সিজেন ব্যাংকের পরিকল্পনাকারী জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহ-সভাপতি মাফিয়া বেগম, মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকশনা সম্পাদক বিজন সিকদার ও ছাত্র ইউনিয়ন নেতা শন্তুমিত্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ডা. মনিষা চক্রবর্তী বলেন, করোনা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। সরকারিভাবে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন থেকেও করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়নি। শের-ই বাংলা মেডিকেলে অক্সিজেন ব্যবহার করতে রোগীদের ২শ’ টাকা করে দিতে হয়।
এ কারণে সংকটকালীন রোগীদের অক্সিজেন সেবা দিতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে বাসদ। ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন ব্যাংকের শুরু করেছেন। পর্যায়ক্রমে ১শ’ অক্সিজেন সিলিন্ডার থাকবে এই ব্যাংকে। চাহিবা মাত্র করোনা আক্রান্ত রোগীদের সেবায় এই সিলিন্ডার ব্যবহার করা হবে। বাসায় চিকিৎসাধীন কোনো রোগীর শ্বাসকষ্ট হলে প্রথমে তাদের বাসায় অক্সিজেন ব্যাংক থেকে অক্সিমিটার পাঠিয়ে দেয়া হবে। এরপরও শ্বাসকষ্টের সমাধান না হলে বাসদের স্বেচ্ছাসেবকরা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। করোনা রোগীদের সেবা দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে একটি স্থান বরাদ্দ চান তারা।
একই সাথে নতুন প্রজ্ঞাপনে বিনামূল্যে করোনা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডা. মনিষা চক্রবর্তী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম