মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার যোহরের নামাজের পর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গোরস্থান সংলগ্ন বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর একমাত্র ছেলে এ টি এম মাজহারুল হক তুষার তার মায়ের নামাজে যানাজায় ইমামতি করেন।
লায়লা আরজুমান্দ বানুর নামাযে জানাযায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো: আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।
গত ১২ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোহাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর কোভিড-১৯ পরীক্ষার পজেটিভ ফল আসে। ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। গত ২১ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নিয়ে যান। সোমবার সকাল পৌনে ৮টার দিকে লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল