খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে মিল গেটে অবস্থান নিয়েছেন শ্রমিক-কর্মচারিরা। দাবি আদায়ের আন্দোলনে সারারাত তারা মিল গেটে অবস্থান করবেন বলে জানা গেছে। এর মধ্যে মিল বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে আগামীকাল বুধবার দুপুর ২টা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে আমরণ অনশন শুরু করবেন শ্রমিকরা।
জানা যায়, অব্যাহত লোকসানের মুখে সরকার সারাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ খুলনার পাটকল শ্রমিকরা। জানা যায়, দাবি আদায়ে একই সাথে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, স্টার, প্লাটিনাম, ইস্টার্ন, দৌলতপুর, খালিশপুর, জেজেআই, আলিম ও কার্পেটিং জুট মিলে আন্দোলন শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল